শিবগঞ্জে ৯ জুয়াড়ি আটক

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণসহ ৯ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর মিয়াপাড়ার কিমার আলীর ছেলে মোঃ পারভেজ (৩৫), একই গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ দুরুল হুদা বাবু (৩৬), মোঃ কেন্দু মিয়ার ছেলে মোঃ শামিম মিয়া (৪৮), মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান মিয়া (৩৩), একই ইউনিয়নের পানখাকী পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৫), ফুলতলা এলাকার মৃত বলরাম চন্দ্র সিংহয়ের ছেলে শ্রী আনন্দ সিংহ (৪০), ছত্রাজিতপুর সিরোটোলার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা (২৮), মরদানা তেতুলিয়া পাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ ওমর আলী (৩০) ও চন্ডীপুরের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ নাইম আলী উজ্জল (৩৪)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন স্বংাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর বাজারের ফুলতলা মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ টাকা জব্দ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।