‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এটি দিয়ে সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা জুটি বক্স অফিসে আলোড়ন তুলেছিলেন। ব্যবসার দিক থেকে ‘পুষ্পা’র কাছে অনেক সিনেমা পিছিয়ে পড়েছিল।

ভারতের বক্স অফিসে ৩৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল সিনেমাটি। এরপর থেকেই সিনেমার সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’র অপেক্ষায় রয়েছেন দর্শক ও ভক্তরা। এরই মধ্যে সিনেমার প্রথম ঝলক মুক্তি পেয়েছে। চলতি বছর ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমা। এখনো প্রায় মাস ছয়েক অপেক্ষা করতে হবে। তার আগেই ‘পুষ্পা-৩’-ও আসবে তা জানিয়ে দিলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা’র তৃতীয় সিকুয়েল সম্পর্কে আল্লু অর্জুন বলেছেন, ‘পুষ্পা-৩’র জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা অন্যরকম চিন্তা রয়েছে। এটির রূপরেখা এরই মধ্যে তৈরি করে ফেলেছি। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আর পাওয়া যায়নি।

গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’র প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে চারদিকে আলোড়ন পড়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনো দেখা যায়নি। লাল টুকটুকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। কিছুটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এরই মাঝে ‘পুষ্পা-৩’র ঘোষণা আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।