নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নাসিম আলী

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর গ্রামে মানবাধিকার সংস্থা নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের আয়োজনে এ দোয়া মাহফিল ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,নির্বাহী সদস্য তরিকুল ইসলাম,সদস্য আব্দুল মাজেদ সহ অন্যরা। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসা প্রায় শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহন করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।