চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৫ টায় ফকিরপাড়া গ্রামস্থ পানির ট্যাংকীর ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মহল্লার মৃত শহীদুল ইসলাম শহীদ এর ছেলে মোঃ রাব্বি হোসেন (২২), এবং ,চুনাড়িপাড়া মহল্লার মোঃ রুপলাল আলী এর ছেলে মোঃ ইয়াসিন আলী @ ইদু (২০)।

সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা প্রেসবিজ্ঞপ্তিতে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই মোঃ আসগর আলী এর নেতৃত্বে একাধিক মামলার পলাতক আসামি (দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার দ্বয়কে ১৩ ফেব্রুয়ারী ভোর৫ টায় ফকিরপাড়া গ্রামস্থ পানির ট্যাংকীর ছাদের উপর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানান আসামিদ্বয় গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পানির ট্যাংকির সিঁড়ির ছাদে রাত্রি যাপন করে আসছিল । ১৩ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।