চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মোঃ জমশেদ আলী

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে পুরো চাঁপাইনবাবগঞ্জ বাসী।নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ,পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম তরু,সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।


এর আগে মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রিয় শহীদ মিনারে নানা শ্রেণী-পেশার মানুষ জড়ো হন।

শ্রদ্ধা জানানোর আগে শহীদ মিনারের বেদীতে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক একে এম গালিভ খান। সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।