কামাল সুকরানা
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিষ্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার দুপুরে জেলা শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুইটের সঞ্চালনায় ও সংগঠনটির জেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপের জেলা সভাপতি ডা. মোঃ গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপের জেলা সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিষ্ট এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ গাজী সাইফুল ইসলাম, সংগঠনটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতা ও ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।