চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় 'খ' সার্কেলের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর এলাকার মৃত হুমায়ুন কবির ও আলেরা বেগমের ছেলে ইউসুফ আলী (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ৪ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে মহাসড়কে পঞ্চগড় হতে চাঁপাইনবাবগঞ্জ গামী বিআরটিসি বাস থামানো হয়। এ সময় বাসের এ-৪ সিটের যাত্রীর ব্যাগ তল্লাশী করে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির সদস্যরা।

জেলা ডিএনসি কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইউসুফ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।