নিউজ ডেস্ক
‘জাগো’ সিনেমা খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। তার নির্মিত ‘ওরা ৭ জন’ সিনেমা গত বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর চলতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে এটি মুক্তি পায়। তবে সিনেমাটি নিয়ে এবার জানা গেলে নতুন খবর।
দেশি ওটিটি প্ল্যাটফর্ম টফিতে ‘ওরা ৭ জন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি আগামী ১ মার্চ থেকে টফিতে দেখা যাবে। জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন খিজির হায়াত খান নিজেই। এর পাশাপাশি তিনি এ নিয়ে আরও বলেন, কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওরা ৭ জন’ সিনেমাটি।
‘ওরা ৭ জন’ সিনেমায় সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব ১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অফিসিয়াল সিলেকশন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে ‘ওরা ৭ জন’।