চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাব"আয়োজিত শীতকালিন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ৪র্থ বর্ষ-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১০ টায় আজাইপুর দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রিয়াদ ফয়সাল এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল জলিল,কৃষিবিদ রোকনুজ্জামান , মানবিক ব্যক্তিত্ব সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা রায়হানুল ইসলাম লুনা,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ আব্দুল জলিল মাসুদ, সু-গার্ডেন এর পরিবেশক মোঃ হযরত আলী ভাই, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মিনহাজ হক রনি।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মাস্টার দ্য ব্লাস্টার" দল ও আজাইপুর লাইব্রেরী" দল। খেলায় চ্যম্পিয়ন হয়েছে "মাস্টার দ্য ব্লাস্টার" দল, রানার্স আপ হয়েছে "আজাইপুর লাইব্রেরী" দল।

ম্যান অব দ্য ম্যাচ ও টূর্নামেন্ট-সুমন এবং উদীয়মান খেলোয়াড়- জুয়েল নির্বাচিত হয়েছেন।খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।