চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

কামাল সুকরানা

 “স্মার্টের পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র‌্যালির শুভসূচনা করা হয়। পরে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত পরিসংখ্যানের সঠিক তথ্য জানা দরকার।

পরিসংখ্যান দপ্তরগুলো প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক খালেদ রাসেদুল হাসান খান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।