আব্দুল কাদের
শিবগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলামের সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া , মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শাহাদাত হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে সঠিক পরিসংখ্যান জানা গুরুত্বপূর্ণ।
আর সঠিক তথ্য-উপাত্ত মাঠপর্যায় থেকে তুলে আনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে। এসব তথ্য পর্যালোচনা করেই দেশের উন্নয়নে নানা পরিকল্পনা নেয়া হয়। যার সুফল দেশের মানুষ ভোগ করছেন। এসময় পরিসংখ্যান বিভাগের কাজকে শতভাগ নির্ভুল করার আশা ব্যক্ত করেন বক্তারা।