চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্ক রক্তদান ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মোঃ মাহফুজ আলী

২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ৪র্থ বর্ষপূতি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠা বাষির্কী ও রক্তদাতা মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মোঃ সারওয়ার জাহান সবুজ এর সভাপতিত্বে আজকের প্রোগ্রাম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোসাঃ আঞ্জুমান আরা, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ সুমন কুমার, কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপদেষ্টা - মোঃ আফরাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমানসহ অন্যরা।

উপস্থিত ছিলেন সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আহাদ আলী, সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন মোঃ মাহবুর আলম, মোঃ অলিউল্লাহ, মোঃ আব্দুল্লাহ, মোঃ মমিন আলী, আরো উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সভাপতি মোঃ ফারদি হাসান নয়ন, সেক্রেটারি তন্ময় আহমেদ জয়। সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের অন্যান্য রক্তদাতাগণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। অতিথিরা রক্তদান সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে উদ্বুদ্ধকরন বক্তব্য প্রদান করেন।

মূমুর্ষ রোগীর জীবনের আহবানে, এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্তদানে। এই স্লোগান কে সামনে নিয়ে বিভিন্ন রক্তদান সম্পর্কে আলোচনা করেন। সর্বশেষে ব্লাড ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত এডমিন ও মডারেটর দেন ক্রেস্ট প্রদান করা হয় এবং কেক কেটে সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়েছে।

অতিথি’রা তাদের বক্তব্যে বিভিন্ন ভালোদিক সম্পর্কে আলোচনা করেন। অতীতের কাজের প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রেখে কাজের গতি ত্বরান্বিত করার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

অতিথিরা আরো জানান তারা সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের সাথে আগেও ছিল, এখনো আছে, এবং সামনে সব সময় পাশে থাকবে। তারা এই সংগঠনের সফলা কমনা করেন ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী শুভ কামনা জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।