শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ১

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজার এলাকায় রাজিয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার চামা ভান্ডার গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও আহত শিশু উপজেলার আট রশিয়া গ্রামের আবদুল বারীর ছেলে মো. রাজেয়ান (৪)

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে একটি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন রাজিয়া খাতুন ও রাজেয়ান। এ সময় পেছন দিক আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজিয়া খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপর আহত রাজেয়ানকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।