শিবগঞ্জে সাংবাদিক মামুনের পিতার ইন্তেকাল

আব্দুল কাদির

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পুখুরিয়া মহিলা কলেজের প্রভাষক দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ প্রতিনিধি মামুন উর রশিদের পিতা অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক ফারুক আহমেদ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম পুখুরিয়া নামাজে জানাজা শেষে পুখুরিয়া সাহানবান্ধা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

তার মৃত্যুতে শিবগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।