মন্ত্রী সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের কান্ডারি আব্দুল ওয়াদুদ দারা

শাহিনুর রহমান সোনা,রাজশাহী

সম্প্রসারিত মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূলের জনপ্রিয় নেতা আব্দুল ওয়াদুদ দারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মুঠোফোনে ডাক  পেয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার আকার বাড়ানো হচ্ছে।

আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গবভনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ দারা। এর আগে ২০০৮ ও ২০১৪ সালে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।