আল্লামা লুৎফর রহমান হুজুর আর নেই

মোঃ মাহফুজ আলী

আল্লামা লুৎফর রহমান হুজুর আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিশ্বনন্দিত মোফাসসিরে কুরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, কোটি হৃদয়ের স্পন্দন আল্লামা লুৎফুর রহমান হুজুর আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এই তথ্য জানান।

আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, তাঁর বাবা সেদিন সকালে মাথা ঘুরে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

লুৎফুর রহমান বর্ণভী (১৯১৬ – ১৯৭৭) ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত,লেখক, সম্পাদক ও ইসলামি বক্তা। তিনি হুসাইন আহমদ মাদানির শিষ্য ছিলেন। তিনি অরাজনৈতিক ইসলামি সংঘটন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

১৯৬১ সালে কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল। ১৯৬৩ সালে রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে আলিম। ১৯৬৫ সালে ফাজিল। এবং ১৯৬৭ সালের কৃতিত্বের সাথে কামিল পাশ করেন।ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব ফয়জুন্নেসা কলেজ থেকে ডিগ্রী এবংঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্র জীবনের সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস এবং স্কলারশিপ প্রাপ্ত একজন মেধাবী মুখ হিসেবে তিনি পরিচিত।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।