চাঁপাইনবাবগঞ্জে ডিবি'র অভিযানে বিদেশি পিস্তল সহ ২ জন আটক

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা( ডিবি) এর অভিযানে ১ টি বিদেশি পিস্তল,২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়া গ্রামের মুত তোহরুল ইসলামের ছেলে মোঃ মিঠুন সাগর (২৭),পুখুরিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মোঃ সেবাদুল ইসলাম (৫০)।


৫ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম- সেবা, পিপিএম-সেবা এর সার্বিক নির্দেশক্রমে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর আলী পিপিএম- সেবা এর নেতৃত্বে শিবগঞ্জ থানাধীন কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে ৪ মার্চ সন্ধ্যায় একটি বিদেশি পিস্তল,২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ আসামীদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।