গোমস্তাপুরে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা প্রদান

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার বেলা ১১ টায় রহনপুর ফায়ার সার্ভিস এর পুরাতন ভবনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমানেের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সহ-সভাপতি আনসারুল হক, উপদেষ্টা মন্ডলী সদস্য মাওলানা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুশা মার্চেন্ট প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুধীজন, সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী। অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।