রাজশাহীর রিকশা ও অটো চালক হয়ে উঠেছে কসাই

মোঃ মাহফুজ আলী

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিস্কার পরিছন্ন নগরী রাজশাহী। এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর।

রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্বশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস।

১৯৫৩ খ্রিষ্টাব্দের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷[৩] প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত ৷

প্রতিবছর দেশের বিভিন্ন জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে। পরিক্ষা দিতে এসে তারা নানা রকম ভোগান্তির মুখে পড়ে। শিক্ষার্থীদের থাকা, খাওয়ার পাশাপাশি তারা এই শহরের রিকশা ও অটো চালকদের কাছে ভিন্ন ভবে হেনস্থার শিকার হয়। প্রতিটি রিকশা ও অটো চালক পরিক্ষা আসলে ভাড়া ৫গুন বৃদ্ধি করে। তালাইমারি থেকে বিশ্ববিদ্যালয় গেলে ভাড়া নিচ্ছে ৫০ টাকা।


বিশ্ববিদ্যালয় থেকে ২/৩ কিলোমিটার গেলে ভাড়া চাচ্ছে ১৫০/২০০ টাকা। বাইরের পরিক্ষার্থী গুলো এসে রিকশা ও অটো চালকদের হাতে ভোগান্তির মুখে পড়ে। রিকশা ও অটো চালক গুলো কসাই হয়ে উঠেছে। এক শিক্ষার্থী মোঃ হাসান মাহমুদ বলেন, রিকশা ও অটো চালক গুলো যা ভাড়া চাই তাই দিতে হয়। কারন আমরা বাইরে থেকে একটা বড় স্বপ্ন নিয়ে পরিক্ষা দিতে এসেছি।

তেমন কিছু চিনি না, তার উপর যদি দেরি হয়ে যায় পরিক্ষায় বসতে না পারি তাহলে সব স্বপ্ন শেষ হয়ে যাবে। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত থাকায় পরীক্ষার্থীদের জ্যামে পড়তে হয় না৷ তবে পরিক্ষা আসলে তালাইমারি থেকে বিনদপুরে জ্যাম হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।