গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে "নারীর সম অধিকার, সমসুযোগ - এগিয়ে নিতে হোক বিনিয়োগ" প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ূন রেজা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা প্রকল্প) তাকদিরা খাতুন, ডাসকো ফাউন্ডেশন গোমস্তাপুরের ইউনিট ম্যানেজার আবুল বাসার, নারী নেত্রী শিরিন আকতার প্রমূখ।

অনুষ্ঠানে নারী জাগরণের কবিতা আবৃত্তি করেন চৌডালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা সিফাত আরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, কিশোর কিশোরী শিক্ষক ও ক্লাবের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।