মান্দায় সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বোরো মৌসুমের ফসল উৎপাদনের জন্য সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেছেন ইউপি সদস্য আলমগীর হোসেন।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপের সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেন। জানা গেছে, গত আমন মৌসুমে (২০২৩ সনে) বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপটি নষ্টের কারণে ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছিল।এমন অবস্থায় জনস্বার্থে ইউপি সদস্য আলমগীর হোসেন নিজ উদ্যোগে গভীর নলকুপটির মটর মেরামত বাবদ ৩০ হাজার টাকা খরচ করেন।

এবারে চলতি বোরো মৌসুমে (২০২৪ সনে) নতুন করে ট্রান্সমিটার বাঁধায় ও মেরামত বাবদ ৯৯ হাজার ৫ শত ১৫ টাকা ব্যয় করেন তিনি।এই চলতি মৌসুমে কিভাবে গভীর নলকুপটির সেচ কার্যক্রম পরিচালনা করলে কৃষকেরার সুযোগ সুবিধা পাবে তা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন। মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষক তাছির উদ্দীন মন্ডল, প্রভাষক আলতাব হোসেন, কৃষক সিদ্দিকুর রহমান,তাছের উদ্দিন,খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন,আব্দুল হাকিম,আব্দুল জলিল ও আব্দুস ছামাদসহ প্রায় অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।