মোঃ আক্তারুজ্জামান
নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোলের বাস্তবায়নে এবং উপজেলা পিআইও দুলাল হোসেনের সভাপতিত্বে, আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা মাক্তাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র্র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে মোহড়া প্রদর্শন করে দেখান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উক্ত বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের স্টাশন অফিসার এমদাদুল হক, সহকারী শিক্ষক মাহবুবু আলম। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।