রাজশাহী নগরীতে বরেন্দ্র মটরস'র যাত্রা শুরু

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে মাহিন্দ্রা, জেএমসি ও পাওয়ার ব্র্যান্ডের ট্রাকের সহারোহ নিয়ে বরেন্দ্র মটরস শোরুমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর বড়বনগ্রাম নওদাপাড়া নতুন বাসটার্মিনালের পাশে র‌্যানকন অটোমোবাইলস এর ডিলার হিসেবে উৎসবমুখর পরিবেশে বরেন্দ্র মটরস শোরুমটি উদ্বোধন করা হয়।

বরেন্দ্র মটরসের স্বত্বাধিকারি হোসাইন মোহাম্মদ সাদ্দাম জিম'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যানকন অটোমোবাইলসের চিফ বিজনেস অফিসার আরমান রশীদ, ফোরল্যান্ড ইন্টারন্যাশনালের বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ অফিসের সেলস লিড মি. ইভেনস, নেটওয়ার্ক এন্ড মার্কেটিং ম্যানেজার শাহারিয়ার খান, রাসিক ১৭ নং ওয়ার্ড আওয়ামীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও শ্রমিক নেতা ফরিদ উদ্দিন।

বরেন্দ্র মটরসের স্বত্বাধিকারি হোসাইন মোহাম্মদ সাদ্দাম জিম বলেন, বরেন্দ্র অঞ্চল কৃষি প্রধান এলাকা ; কৃষি ও কৃষিজাতপণ্য, সার, বীজ, কীটনাশক পরিবহন সহজলভ্য হলে এ অঞ্চল আরও সমৃদ্ধ হবে। সরকারি সহায়তায় ইতোমধ্যে বৃহত্তর রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলেও রাস্তাঘাটের প্রচুর উন্নয়ন হয়েছে। বরেন্দ্র মটরসের সহজলভ্য ট্রাক গুলো কৃষিপণ্য পরিনবহনে এ অঞ্চলকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।