বি এম রুবেল আহমেদ
ভোলাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" স্লোগানকে সামনে রেখে ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
উপস্থিত ছিলেন ভাইস চেয়্যারম্যান মোঃ গরীবুল্লাহ দবির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, জামবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আফাজ উদ্দিন মিঞা পানু, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।