সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো - স্মার্ট সোনার বাংলা গড়বো" এ প্রতিপাদ্য কে নিয়ে উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মহড়ায় মিলিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর হোসেন একাডেমী শিক্ষার্থী মেহরাব হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।