রহনপুরে দিগন্ত হাসপাতালের বর্ষপূর্তি

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দিগন্ত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর এক বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ মার্চ রবিবার বিকেলে হাসপাতালের নীচতলায় অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে শুরুতে কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোঃ খাদিমুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম। বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক, রহনপুর শাখার ব্যবস্হাপক মোঃ মনিরুজ্জামান, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আজিজুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার আল কাওসার, হাসপাতালের পরিচালক খাইরুল আনাম ও ইমামুল হুদা। শেষে মোনাজাত পরিচালনা করেন সামিউল হুদা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।