প্রাচীন বিদ্যাপীঠ লোকনাথ স্কুলের ৭৭ ব্যাচের বর্ষপূর্তি

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

পদ্মা বিধৌত শিক্ষানগরী রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি'৭৭ ব্যাচের বর্ষপূর্তিতে স্মৃতিচারণ ও নন্দন শিল্প সন্ধ্যার বর্ণিল আয়োজন করা হয়।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর ভূবন মোহন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মান্নান শেখ। পরে প্রাক্তন শিক্ষক ও ৭৭ ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকনাথ স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুল ফেরদৌস। সেরতাজ আলী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭৭ ব্যাচের আহ্বায়ক শেখ মোহাম্মদ আদম ও সদস্য সচিব নাজমুল হুদা।

স্মৃতিচারণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহন করেন ৭৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দসহ উত্তর বঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।