মোঃ জমশেদ আলী
"মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ মার্চ রোববার বিকাল সাড়ে ৩ টায়"পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সদর থানার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি এঁর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-সেবা, পিপিএম-সেবা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশ পুলিশের জন্য সকলের নিকট দোয়া চান । পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি মহোদয় তাঁর বক্তব্যে বলেন "আমরা আছি তোমাদের পাশে" এই স্লোগানে "পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে । চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন । এসময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ),মোঃ আবুল কালাম সাহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: নাজমুন নাহার । এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।