চাঁপাইনবাবগঞ্জে সিএমটিও এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল টেকনোলজিস্ট অর্গানাইজেশন (সিএমটিও) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতাল অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল টেকনোলজিস্ট অর্গানাইজেশন (সিএমটিও) সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে, সম্মানিত অতিথি ছিলেন সিএমটিও প্রধান উপদেষ্টা শিশু পুষ্টি ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাহিদ ইসলাম মুন,


২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কনসালটেন্ট ও নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান,সিএমটিও এর নির্বাহী উপদেষ্টা ডাঃ মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ডালিম রেজাসহ সংগঠনের নেতা-কর্মীর ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায়, সংগঠনের সদস্যদের যে কোন সার্বিক সমস্যা সমাধান ও সহযোগিতায় এক হয়ে কাজ করাবে বলে জানান নবনির্বাচিত কমিটির নেতারা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।