পাভেল ইসলাম, রাজশাহী
জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানকে নিয়ে লিখিত ‘শহিদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থটি রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে গ্রন্থটি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য,গ্রন্থটি লিখেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন ও শাহরিয়ার মাহমুদ প্রিন্স। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম,প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চেীধুরী,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন,৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি,সচিব মোঃ মোবারক হোসেন,বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।