চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কামাল সুকরানা

“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ  স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কোবাদ আলী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মশিউল করিম বাবু, ক্যাবের জেলা সভাপতি মোঃ আব্দুর রহিম, সমাজকর্মী আকসানা খাতুন প্রমূখ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।