গোমস্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি " প্রতিপাদ্যকে সামনে নিয়ে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা এর সভাপতিত্বে সেমিনারের আলোচনায় অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক কাউন্সিলর মোজাহার আলী ও ব্যবসায়ী মুরাদ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা তাঁর বক্তৃতায় বলেন, ভোক্তা অধিকারের সঙ্গে মানুষের জীবন জীবিকা ও বেঁচে থাকার সম্পর্ক নিবিড়। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করা উচিত।নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কৃত্রিম সংকটের কারণে মানুষ অনেক কষ্ট ভোগ করে তাই কৃত্রিম সংকট কোনক্রমেই করা যাবে না। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, গোমস্তাপুর উপজেলাকে সামাজিকভাবে মেলে ধরতে হলে সকল অন্যায় এবং অপকর্ম থেকে সরে এসে স্বচ্ছ মন মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করুন। দেখবেন চাঁপাইনবাবগঞ্জের মধ্যে গোমস্তাপুর উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে পরিণত হবে। আপনাদের সহযোগিতা ছাড়া ব্যবসার সুন্দর পরিবেশ গঠন করা সম্ভব নয়। মনে রাখবেন, ব্যবসার সঙ্গে সামাজিক শৃংখলাও জড়িত। আমাদের এই সমাজকে সুন্দর করতে হলে সৎ ভাবে ব্যবসা পরিচালনা করার কোন বিকল্প নেই। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আপনাদের প্রতি আমার অনুরোধ দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা-বাণিজ্য করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার সুন্দর পরিবেশ তৈরি হোক ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। সেই সাথে তিনি আরো উল্লেখ করেন, সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান জুড়ে বাজার মনিটরিং-এ উপজেলা প্রশাসন বেশ তৎপর রয়েছে। উপজেলা প্রশাসন আপনাদের সেবায় সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল পর্যায়ের ব্যবসায়ী , স্থানীয় গণমাধ্যম কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।