গোমস্তাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সারওয়ার জাহান সুমন

গোপালগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রামের নাম টঙ্গীপাড়া। গ্রামটির কোল বেয়ে বয়ে যাওয়া মধুমতি নদী। এই গ্রামেই ১৯২০ সালের ১৭ মার্চ জন্মেছিলেন এক শিশু।

ছোটবেলায় বাবা-মা আদর করে ডাকতেন খোকা বলে। ছোট্ট গ্রামের এ ছোট্ট খোকা একদিন হলেন বাঙালির বড় নেতা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং সবশেষে জাতির জনক- স্বাধীন বাংলাদেশের স্থপতি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার ১৭ মার্চ স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়।

সকাল ৯ টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে কেক কাটা উৎসব, আলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। উপজেলা সমাজসেবা কর্মকর্তার নূরুল ইসলাম এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, উপজেলা আওয়ামী লীগের এক অংশের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার আলী মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষার্থী মেহজাবিন ইসলাম প্রমূখ। ইউএনও নিশাত আনজুম অনন্যা তাঁর বক্তৃতায় বলেন, আজ আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন।

শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। আমার বিশ্বাস আজকের শিশুরাই এই মহান নেতার আদর্শ থেকেই দেশ গড়ার অনুপ্রেরণা লাভ করবে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। উপজেলা ইসলামী ফাউন্ডেশন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।