শিবগঞ্জে রং মিশিয়ে মসলা তৈরির দায়ে ৩ মাসের কারাদন্ড ব্যবসায়ীর

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চালের খুদ, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরির অপরাধে মোশারফ হোসেন (২৭) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

রবিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, মসলা মিলে খুদি চাল, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে বিভিন্ন মসলা তৈরি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজাল মসলা তৈরির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মিল মালিক মোশারফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী এই ম্যাজিস্ট্রেট।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।