নাচোলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক

সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। <আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাচোল থানাপুলিশ, পল্লী বিদ্যুৎ, সাব-রেজিস্টারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। <পুস্পস্তবক অর্পণের পর জাতির জনক, মুক্তিযুদ্ধে শহীদ, জেলখানায় নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।< সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভা ও সরকারীভাবে সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা। <জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। <আলোচনা শেষে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় জিয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনাসভা ও দোয়া মোনাজাত করা হয়।< অন্যদিকে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।