গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত ও তার সহযোগী গুরুতর আহত হয়েছে।

নিহত চালক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ি পাহাড়পুর এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে মো. আশিক (২৫)।

আহত যুবক হচ্ছে একই এলাকার ওহেদুল আলী (১৭)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহম্মদ ট্রাক্টর উল্টে চালক নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা সেতুর অপরপ্রান্তে ইট বোঝাই একটি ট্রাক্টর সড়কের পাশে গর্তে চাকা পড়লে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চালক ও সহযোগী চাপা পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে।

সেখানেই চালক আশিক মারা যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।