ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান

বি এম রুবেল আহমেদ

ভোলাহাট উপজেলার সকল সাংবাদিকের সাথে ইফতার ও সৌজন্য স্বাক্ষাত করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবর আলী বিশ্বাস।

২১ মার্চ বৃহস্পতিবার ১০ রমজান ভোলাহাট প্রেসক্লাব অফিস কক্ষে প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে সাবেক এ চেয়ারম্যানের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) খিজির হায়াত মোল্লাহ, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান, সদস্য মোঃ আনসার আলী (মেম্বার), সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুজ্জামান মনির, গোহালবাড়ী ইউপি সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী মাষ্টারসহ অন্যরা।

এ সময় উপজেলার সকল সাংবাদিকদের সাথে উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন সাবেক উপজেলা চেয়ারম্যান। এ সময় ইফতারের পূর্ব মুর্হূতে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।