নিউজ ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণ সংঘের সমাজের সকল শ্রেণির মানুষদের নিয়ে ১৬তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২মার্চ) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সমাজ ও মানব কল্যাণ সংঘের সভাপতি হামিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন জনাব এ বি এম কামরুজ্জামান বকুল উপদেষ্টা সমাজ ও মানব কল্যাণ সংঘ,স্বাগত বক্তব্য দেন নুর আলম অহিদ সাধারণ সম্পাদক সমাজ ও মানব কল্যান সংঘ, মোঃ আব্দুর রহিম শাওন কোষাধ্যক্ষ সমাজ ও মানব কল্যাণ সংঘ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন <মসিউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সমাজ ও মানব কল্যাণ সংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সকল শ্রেণীর পেশার মানুষসহ অনেকেই।
সমাজ ও মানব কল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণের উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিভিন্ন সামাজিক সচেতনমূলক প্রচার, ইফতার মাহফিল, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম এবং দরিদ্র মানুষের সহায়তার জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা করে আসছে।