রহনপুর পৌর মেয়র মতিউর রহমানের উদ্যেগে ইফতার অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের প্রসাদপুর কামিল মাদ্রাসা মাঠে রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন এর পারিবারিক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ মার্চ) ১৩ রমজান পরিবারের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে পূর্বেই রমজান ও রমজান মাসের করণীয়র গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মতিউর রহমান খাঁন পরিবারের পক্ষ থেকে তার বক্তৃতায় বলেন, আমাদের পরিবারে ডাকে আজকের ইফতারে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ ও ঋণী। আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার উপর আপনারা যে দায়িত্ব অর্পণ করেছেন আমি যেন তা সততার সঙ্গে পালন করতে পারি সেজন্য আপনাদের কাছে আমি সহ আমার পরিবার দোয়া কামনা করছি এবং আমার মরহুম পিতার জন্য আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া কামনা করছি। পরিবারের সকল সদস্যরা আমার মমতাময়ী মায়ের যেন সেবা করতে পারি সেই সঙ্গে দেশের মানুষের জন্য এবং সমস্ত কবরবাসীর জন্য দোয়া কামনা করেছেন।

ইফতার মাহফিলে পৌর এলাকার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ,মোয়াজ্জিন, রহনপুর পৌরসভার সকল পর্যায়ে কর্মকর্তা কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরী কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে প্রায় এ ইফতার মাহফিলে প্রায় ৭ হাজারের মতো রোজদার এক সঙ্গে ইফতার করেন। ইফতারের পূর্ব মুহূর্তে মরহুম মোসাহাক আলী খান সহ মরহুম আত্মীয়-স্বজনের সকলের আত্মার মাগফেরাত কামনা সহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।