বড়পুকুরিয়া-বগুড়া ৪০০ কেভি নির্মানাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিদর্শনে টাটা প্রজেক্টের এমডি

মোঃ জমশেদ আলী

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া পর্যন্ত ৪০০ কেভি নির্মানাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিদর্শন করলেন ভারতের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী টাটা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘টাটা প্রজেক্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. ভিনায়াক রত্নাকর পাই ।

রবিবার বেলা একটার দিকে তিনি দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া পাথর খনি মহাসড়কের ভাগলপুর মঞ্জুপাড়া এলাকায় নির্মানাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিদর্শন করেন এবং শ্রমিক- কর্মকর্তাদেও সাথে কথা বলেন।

এ সময় তার সাথে ছিলেন- অভিষেক কুমার কান্ট্রি হেড, সিনিয়র ম্যানেজার (প্লানিং) সঞ্চয় ঘোষ, সিনিয়র ম্যানেজার (কনস্ট্রাকশন) সমর দে, ম্যানেজার (ইএইচএস) রাজিব কুমার সিং, সেফটি অফিসার অপূর্ব মন্ডল এবং সাব ঠিকাদার তানিয়া এন্টারপ্রাইজের মোঃ তারিকুল ইসলাম (ভাদু),কনস্ট্রাকশন ম্যানেজার কৌশিক কর্মকার, সার্ভে ইন্জিনিয়ার সন্তোষ রাম, কোয়ালিটি ম্যানেজার, মিরাজ হোসেন প্রমুখ।

মি. ভিনায়াক পাই আগামী জুলাই মাসের মধ্যে বড়পুকুরিয়া-বগুড়া ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য তাগিদ দেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।