চকপাড়া সীমান্তে অস্ত্র ও মাদকসহ আটক ১

কামাল সুকরানা

 চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া এলাকায় ৫৯ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২ কেজি গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৩৫) নামে ১জনকে আটক করেছে। আটককৃত শফিকুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি শান্তির মোড়ের মোঃ ভাদু মিয়ার ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজ এলাকায় এ অভিযান চালায়। সোমবার রাতে ৫৯ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৭টার মধ্যে চেকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার নামোচকপাড়া গ্রাম দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির হাবিলদার সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজ এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান চালায়। এসময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাটারিচালিত ভ্যানে এক যাত্রী শান্তি মোড়ে যাবার পথে বিজিবি টহল দলটি উক্ত যানটি থামিয়ে তল্লাশি চালায়।

পরে আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশী করে উক্ত অস্ত্রসহ মাদক উদ্ধার করে। এ ব্যাপারে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রম বৃদ্ধিকরাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১ বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জন আসামীসহ ২৩টি দেশী-বিদেশী পিস্তল, ৩৯০ রাউন্ড গুলি এবং ৩৮ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।