চাঁপাইনবাবগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ 'ক' সার্কেল পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া ও চুনাখালি এলাকায় এ অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মোঃ আবুল কালামের ছেলে মোহাম্মদ হোসেন (৩৬), চক আলমপুরের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মাসুম রহমান(৩৮), কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোঃ আকতারুল ইসরামের ছেলে হামিদ আলী (২৬) ও চুনাখালি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে রুবেল আলী (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চিাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন সাড়ে ৭ কেজি গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিলসহ ৪ জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ 'ক' সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়াস্থ জনৈক মোহাম্মদ হোসেনের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে উক্ত ২জন ব্যক্তিকে গাঁজাসহ আটক করে। একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ৭ বোতল ফেন্সিডিলসহ হামিদ আলী ও রুবেল আলীকে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।