চাঁপাইনবাবগঞ্জে মসজিদের গেট খুলে দিতে মুসল্লিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার অজুহাতে মসজিদের গেট বন্ধ করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ নেসকা-১ নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে শহরের হুজরাপুর পাওয়ার হাউজ মোড়ে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কঠোর সমালোচনা করে মসজিদটির গেট খুলে দেয়ার অনুরোধ জানান মুসল্লিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাফুউদ্দোলা, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুসল্লি ইউসুফ আলী, আব্দুস সালাম, শেখ মোঃ শফিকুল আলম প্রমুখ। মুসল্লিরা তাদের বক্তব্যে বলেন, ১৯৬৪ সালে তৎকালিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চত্বরে একটি মসজিদ নির্মাণ করা হয়। মুসল্লীদের যাতায়াতের জন্য প্রধান সড়কের পাশাপাশি একটি পকেট গেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এ গেটটি দিয়ে স্থানীয়রা মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। নেসকোর নির্বাহী প্রকৌশলী আকস্মিকভাবে গত বছরের ২৩ সেপ্টেম্বর মসজিদের পকেট গেটটি বন্ধ করে দেন। স্থানীয় সংসদ সদস্য নেসকোর এই কর্মকর্তাকে গেটটি খুলে দিতে বলেন। কয়েকদিনের জন্য গেটটি উম্মুক্ত করা হলে আবার নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয়া হয়। এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। আগামি ৭২ ঘন্টার মধ্যে মসজিদের তালা খুলে না দিলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচী পালন করার হুশিয়ারী দেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ নেসকা-১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।