চাঁপাইনবাবগঞ্জে বাংলা বর্ষবরণ উদযাপনে প্রস্তুতি সভা

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এ, গালিভ খাঁন । সভায় জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ সংস্কৃতি বুকে ধারণ করে এ চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করা হবে। নববর্ষ উদযাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতাও প্রদান করছে। প্রাণের এ উৎসব সকলের অংশগ্রহণে সমৃদ্ধ করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা দপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ড. মোঃ ফারুকুর রহমান ফয়সল প্রমুখ। সভায় বাংলা নববর্ষের দিনে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রা বের হবে। বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, কুটির শিল্প প্রদর্শনী, লাঠিখেলাসহ গ্রামিণ জনপদের অন্যান্য খেলার আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।