চাঁপাইনবাবগঞ্জে কাতার রেডক্রিসেন্টের উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে শতাধিক দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের নামোশংকর বাটীতে মুন্জুর আহমেদ মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রে রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের নিজস্ব কার্য্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

পবিত্র রমজান উপলক্ষে কাতার রেডক্রিসেন্টের পাঠানো উপহার সামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সদস্য আবু সুফিয়ান, সদস্য মুসফিকুর রহমান টিটো, সদস্য আল কামাল ইব্রাহিম রতন, সদস্য আমির হোসেন, সদস্য আব্দুর রাকিব, জেলা রেডক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমান লেমন, জেলা যুব রেডক্রিসেন্টের প্রধান শাশিম রেজাসহ যুব রেডক্রিসেন্টের সদস্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।