চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চামাগ্রাম কাটানী পাড়ার জান্নাতুল মাওয়া হিফজুল কুরআন একাডেমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জান্নাতুল মাওয়া হিফজুল কুরআন একাডেমি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রতিষ্ঠাতা ওয়ালিদ হাসান মাইনুল, চ্যারিটি ব্লাড ইউনিট এর উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম মনির, মো: আব্দুল জব্বার, মো: এনামুল হক সভাপতি মো: রিজওয়ানুল হক সেক্রেটারি মারুফ হাসান মতিন সাবেক সেক্রেটারি মারুফ হোসেন সাবেক পরিচালক মোঃ শওকত আলী চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সভাপতি মো:আখতারুজ্জামান সিহাব মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নচূড়া রক্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: গোলাম রাব্বানী গোলাপ চাঁপাইনবাবগঞ্জের বিডি ক্লিনের জেলা সমন্বয়ক ওয়ালিদ হাসান আরো উপস্থিত ছিলেন চ্যারিটি ব্লাড ইউনিটের সদস্যবৃন্দ।
তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এ স্লোগানকে সামনে রেখে চ্যারিটি ব্লাড ইউনিট কাজ করে আসছে। প্রতিষ্ঠাতা ওয়ালিদ হাসান মাইনুল তার বক্তব্যে বলেন একের রক্তে অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন। মূলত চারিটি ব্লাড ইউনিট ব্লাড নিয়ে কাজ করে তার পাশাপাশি সামাজিক কাজগুলো করে থাকে। ভবিষ্যতে আরো সামাজিক কাজগুলো করতে চাই এজন্য সবার সহযোগিতা চাই।