জোড়া বকুলতলায় ফেন্সিডিল উদ্ধার

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জোড়া বকুলতলায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-১।

গত মঙ্গলবার (০১ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোড়া বকুলতলা মোড় থেকে পঁচাত্তর বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।

ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান, (বিপিএম, পিপিএম সেবা) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি'র অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলী পিপিএম এর নেতৃত্বে রামচন্দ্রপুর কুথনিপাড়া গ্রামের মাদক কারবারি গুমানি (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় ডিবি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।