আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও স্বল্পআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সহযোগিতায় এগিয়ে এসেছে সংগঠনের উপদেষ্টা ও জেলার অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান সহ সমাজের বিত্তবানরা। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুল, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম নয়ন খান, ৭১টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, রানা ফামের্সীর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা সহ আরও প্রমুখ। সংগঠনের পরিচালক আলমগীর জয় বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা ডা. মাহফুজ রায়হান সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে সাহায্য নিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি। সামনে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।< উপজেলার একঝাঁক তরুণ মিলে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি পরিচালনা করছেন। তারা হলেন পরিচালক আলমগীর জয়, সিনিয়ার এডমিন মোস্তফা আলী প্রমুখ।