নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে।
বুধবার ০৩ এপ্রিল (২০২৪ )সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান (নূহু), উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারি বৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প,প,প, কর্মকর্তা ডা: আব্দুল হামিদ। বক্তারা বলেন, মাতৃদুগ্ধের বিকল্প নেই। মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। শিশুদের বুকের দুধ খাওয়ালে ব্রেস্ট ক্যান্সার সহ নানা রোগ প্রতিরোধ হয়।
এজন্যে বিকল্প দুধের বিজ্ঞাপন প্রচার রোধ করতে হবে। মোবাইল কোর্টসহ বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রচলিত আইনের প্রয়োগ কার্যকর করতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পান করাতে হবে এবং সুস্থ সবল দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।