রাজশাহীতে শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টায় শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুখেন কুমার মুখার্জী, সংগীত শিক্ষাগুরু মঞ্জুশ্রী রায়, উত্তর বঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বন নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্য গুরু হাসিব পান্না সহ শিশু একাডেমির শিক্ষক, ছাত্র ও সুধী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশু বিকাশ কেন্দ্রের ১৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে উপহার তুলে দেয়া হয়। উপহারের মধ্যে ছিল প্রত্যেকের জন্য একটি করে জিন্স প্যান্ট, একটি টি-শার্ট ও একজোড়া চামড়ার স্যান্ডেল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।